Saturday, September 6, 2025
Homeবিনোদনটাইগারের ছবিতে সেন্সরের থাবা! নগ্নদৃশ্য থেকে 'কন্ডোম' বাদ

টাইগারের ছবিতে সেন্সরের থাবা! নগ্নদৃশ্য থেকে ‘কন্ডোম’ বাদ

রক্তগঙ্গা বয়ে যাওয়া এবং হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে রগরগে নগ্ন দৃশ্য...

ওয়েব ডেস্ক: টাইগার শ্রফ(Tiger Shroff) অভিনীত ‘বাগি ৪'(Baaghi 4) ছবিতে প্রায় ২৩ টি দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে সেন্সর বোর্ড অর্থাৎ ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেসন'(Central Board of Film Certifications)কে। ছবিটি পরিচালনা করেছেন এ হর্ষাএই ছবিতে টাইগার শ্রফ ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত(Sanjay Dutt)।

আরও পড়ুন:প্রখ্যাত ইতালিও ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি প্রয়াত

শুধু নগ্ন দৃশ্য(Nude scene) নয় কন্ডোমের(Condome) ব্যবহার সংক্রান্ত অশ্লীল সংলাপ এমনকি যিশু মূর্তিতে আঘাত ছিল এই ছবিতে। সে সব দৃশ্যে কাঁচি চালানোর পর তবে ‘বাগি ৪’ সেন্সের বোর্ডে(CBFC)র সার্টিফিকেট পেয়েছে।
ছবির একাধিক সংলাপে রয়েছে অশ্লীল গালিগালাজ। তাছাড়াও রক্তগঙ্গা বয়ে যাওয়া এবং হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে রগরগে নগ্ন দৃশ্য এমনকি পর্দায় কন্ডোমের ব্যবহার সংক্রান্ত অশ্লীল সংলাপ মিউট করে দেওয়া হয়। এসব কিছুর জন্য সেন্সর বোর্ডকে যথেষ্ট নাজেহাল হতে হয়েছে। সব মিলিয়ে ২৩ টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে। এর মধ্যে অবশ্য কয়েকটিতে পরিবর্তন করার নির্দেশ দেওয়া হচ্ছে। একটি দৃশ্যে সামনে থেকে নগ্নতা দেখানো হয়েছে। সেই দৃশ্য বদলাতে হয়েছে।


এছাড়াও একটি দৃশ্যে যীশু মূর্তিতে ছুরিকাঘাত করা হয়! এমনকি ছবির একটি চরিত্রকে কফিনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দুটি দৃশ্যই ছবি থেকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। একটি দৃশ্যে পুজোর প্রদীপ থেকে সিগারেট জ্বালানোর শট ছিল। সেটিকেও সম্পূর্ণ বাদ দিয়ে যাওয়া হয়েছে। ছবিটিকে ‘A’ অর্থাৎ ‘প্রাপ্তবয়স্ক’ শংসাপত্র দেওয়া হয়েছে। সবচেয়ে রোমহর্ষক সিকোয়েন্সটি ছবিতে ছিল সঞ্জয় দত্তর।
প্রসঙ্গত,’বাগি’র চতুর্থ ফ্র্যাঞ্চাইজির প্রথম ঝলকেই দেখা গিয়েছিল ‘এবার রক্ত গঙ্গা বইবে’। সেই সেই পথ অনুসরণ করে টেলারে দেখা গিয়েছিল দুই অভিনেতার আরো ভয়ানক ঝলক। ছবিতে টাইগারের হাতে কোন অস্ত্রই বাদ যায়নি। একের পর এক শত্রুকে ধরাশায়ী করেছে সে সেইসব ধারালো অস্ত্রের কোপে। এই ছবিতে সঞ্জয় দত্তর সম্মুখ সমরে দেখা যাবে টাইগার শ্রফকে। ছবিতে ভিলেন হিসেবে থাকবেন সঞ্জুবাবা। প্রেম-প্রতিশোধ- রোমান্স থেকে অ্যাকশন- বিনোদনের সমস্ত উপকরণ মজুদ থাকবে ‘বাগি ৪’ এ। এমনকি সনম বাজওয়া থেকে হরনাজ সাধু তাদেরকেও রক্তাক্ত চেহারায় পর্দায় দেখা যাবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News